Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ইন্দুরকান্দিতে সাংবাদিকদের ডাণ্ডাবেড়ি পরানোর হুমকি প্রকৌশলীর


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২, ২০২৫, ০৯:২১ পিএম ইন্দুরকান্দিতে সাংবাদিকদের ডাণ্ডাবেড়ি পরানোর হুমকি প্রকৌশলীর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রকৌশলীকে অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ইন্দুরকানী প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
জানা যায়, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম পিরোজপুরে এলজিইডির শতকোটি টাকার দুর্নীতির তদন্তে ইন্দুরকানীতে আসেন। এ সময় উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন তাদের সঙ্গে ছিলেন।
পরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে স্থানীয় এক সাংবাদিক লায়লা মিথুনের কাছে দুদক টিমের তদন্তের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি এ সময় তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ডাণ্ডাবেড়ি পরানোর হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম আহসানুল ছগির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, কার্যনির্বাহী সদস্য মো. আল আমিন হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সদস্য মো. নাসির উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় ১৭০০ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ ইন্দুরকানীতেও রয়েছে। যার প্রধান সহযোগী ছিলেন এই লায়লা মিথুন। ২০২০ সাল থেকে তিনি ইন্দুরকানী উপজেলা প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন। গত পাঁচ বছরে ইন্দুরকানীতে ঠিকাদার প্রতিষ্ঠান ইফতি ট্রেডার্সের লুটপাটের সহযোগী ছিলেন লায়লা মিথুন। এ সময় বক্তারা আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার পূর্বক বিভাগীয় শাস্তির দাবি জানান।

Side banner