Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. শিমুল হক ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:১১ পিএম দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার সভা অনুষ্ঠিত

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়া'র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। পেশাদার বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা অটুট রাখতে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দৌলতপুর সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ সভায় অংশ নেন।
ফোরামের সভাপতি এসআর সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয় এবং উপদেষ্টা সাইফুল ইসলাম শাহীন।
উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সম্রাট, অর্থ সম্পাদক এজেএইচ লিমন, তথ্য প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান ও সদস্য শিমুল হক।
এসময় ভিডিও কনফারেন্সে যোগ দেন সহ-সভাপতি রিপন ফরায়েজি ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস। উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরাও।

Side banner