অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গাংনী উপজেলা প্রেসক্লাব মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সহসভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ লিংকন, সদস্য সাইদ হাসান, মাহাবুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :