Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আব্দুর রহমান রানা


দৈনিক পরিবার | সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:০৩ পিএম না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আব্দুর রহমান রানা

সবাইকে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য ও সিরাজদিখান উপজেলা যুবদল এর যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান রানা। 
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে স্ট্রোক করে নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি ১ পুত্র ২ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তার নিজ জন্মভূমি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কমলাপুর গ্রামে জানাজা নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
এসময় উপস্থিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জামাতে ইসলামির মাওলানা মনির হোছাইন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হকসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকার মুসুল্লি ও  আব্দুর রহমান রানার স্বজনরা উপস্থিত ছিলেন।

Side banner