লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেছে দৃর্বৃত্তরা। এসময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আহত ও গুলিবিদ্ধ হয় দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে দত্তপাড়া ডিগ্রী কলেজ সংলগ্ন গণেষ শ্যামপুর এলাকায় এমন ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকালে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন কলে ঘটনাস্থলে যাওয়ার পথে মুখোশদারী ৮-১০জন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং সাংবাদিক আবদুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদকে দুজন দুর্বৃত্ত মিলে অস্ত্র তাক করে রাখে। এসময় সাংবাদিকদের মোবাইল ফোন, মানিব্যাগ পরিচয় পত্র, টাকা নিয়ে যায়। পরে তারা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহমুদ মাহমুদ গুলিবিদ্ধ হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, আহত অবস্থায় তিন জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে দুজন মাথায় এবং হাতে আঘাত রয়েছে। অন্যজনের পায়ে এবং কানে আঘাত রয়েছে, গুলিবিদ্ধ কিনা পরীক্ষা-নিরিক্ষা করে জানা যাবে।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় নেওয়া হবে।
এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেসক্লাব। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :