কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর শিশু পার্কে দিনব্যাপ এই উৎসব অনুষ্ঠিত হয়।
কবি ও সাহিত্যিক লিটন আব্বাসের সঞ্চালনায় কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. আব্দুর রহমান। এসময় ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, এ্যাড. সিরাজ প্রামাণিক, সোহেল আমিন বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।
কবিতা উৎসবে কুমারখালী ও খোকসা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ও ছড়াকাররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে কবিদের উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :