এসেছিলে তুমি এই দিনে,
আলোকিত করে মায়ের কোলে।
নেচেছিলে চারিপাশ
হয়েছিলো আনন্দ উল্লাস।
নব পুষ্পে সজ্জিত সংসার
আনন্দের সীমা ছিলোনা
বাবা মা’র।
তোমার হাতের কলমের ঝড়
সাহিত্য খুললো নতুন দুয়ার
তুমি যে ছন্দের ভেলা ভাসিয়েছো
নদে
হাজার ভক্তের আছো গাঁথা মনে।
সুখের হোক তোমার
জীবনের প্রতিটা ক্ষণ
এই তো চাওয়া
আল্লাহ সহায় হোন।
হয় যেন পূরণ
জীবনের চাওয়া
হও তুমি সফল মানুষ
এই করি দোয়া।
আপনার মতামত লিখুন :