Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

খোকার মায়ের ভাবনা


দৈনিক পরিবার | বিপুল চন্দ্র রায় নভেম্বর ৩০, ২০২৪, ০৩:০২ পিএম খোকার মায়ের ভাবনা

আমার খোকা বই পড়েনা
কেমনে বড়ো হবে।
পাড়ার ছেলে নালিশ করে
দুষ্ট পাজি ছেলে। 

আমার খোকার বই পড়ে
ভোরের পাখি হয়ে।
আমার খোকা দেখবে তোমরা
ফাস্ট বয় হবে। 

একদিন বন্ধুত্ব করবে তোমরা
মারামারি না করে।
গর্ব করে বলবে তোমরা
খোকার বন্ধু আমরা।

Side banner