কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিড়ী পাড়ায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার মধ্য দিয়ে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএস মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথমদিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার।
আপনার মতামত লিখুন :