মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে প্রায় দুই শতাধিক গান ও কবিতা লিখেছেন রংপুরের কৃতী সন্তান মোহাম্মাদ রহমত উল্লাহ্। ইতোমধ্যে তাঁর লেখা অর্ধশত গান রিলিজ হয়েছে দেশের সুনামধন্য জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পীদের কণ্ঠে।
মোহাম্মাদ রহমত উল্লাহ্'র লেখা গান গেয়েছেন, দেশ বরেণ্য সুরকার ও জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী মশিউর রহমান, শাহাবুদ্দিন শিহাব, এডভোকেট রোকনুজ্জামান, ইকবাল হোসাইন, লিটন হাফিজ চৌধুরী, গোলাম মওলা, গোলাম রাব্বি তালহা এবং জনপ্রিয় লোকগানের শিল্পী গামছা পলাশ সহ আরো অনেকেই।
তাঁর লেখা উল্লেখযোগ্য গান হচ্ছে, 'এক কালেমায় রুটিরুজি আর এক কালেমায় ফাঁসি, জেগে উঠো বিপ্লবী আলী হায়দার, হুংকারে তোর মঞ্চ কাঁপে, যে দল তোমায় দেন না দাওয়াত, হিকমত মানে কভু বসে থাকা নয়, শেয়াল এসে বললো হেসে' এবং সর্বশেষ ভাইরাল গান 'ভালো হয়ে যাও মাসুদ তুমি' সহ আরো বেশকিছু শ্রোতাপ্রিয় গান।
কবি ও গীতিকার মোহাম্মাদ রহমত উল্লাহ্'র জন্ম রংপুর জেলার গংগাচড়া উপজেলার ১ নং বেতগাড়ি ইউনিয়নের খাঁটাড়ী গ্রামে। মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে দারিদ্রতার কারণে আর লেখাপড়া করার সৌভাগ্য হয় নি তাঁর। তবুও তিনি তাঁর অদম্য প্রচেষ্টায় রচনা করেছেন প্রায় দুই শতাধিক গান ও কবিতা।
মোহাম্মাদ রহমত উল্লাহ্ বলেন, এখন পর্যন্ত তাঁর লেখা পঞ্চাশটিরও বেশি গান রিলিজ হয়েছে। এবং তাঁর লেখা বেশকিছু গান এখনো রিলিজের অপেক্ষায়। সেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রিলিজ হবে ইনশাআল্লাহ্।
আপনার মতামত লিখুন :