Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

কবি মমতাজ বেগমের দুটি কবিতা


দৈনিক পরিবার | মমতাজ বেগম আগস্ট ২৫, ২০২৪, ১২:৪০ পিএম কবি মমতাজ বেগমের দুটি কবিতা

লেখাপড়া ও পণ

ঐ আমাদের স্কুল এই আমাদের বাড়ি
স্কুলেতে আমরা সবে লেখাপড়া করি।

আমি আর খুকুমনি রোজ স্কুলেতে যাই
লেখাপড়া শিখে মোরা মানুষ হতে চাই।

লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা করি
সুস্থ দেহ সুস্থ মন, মানসিক বিকাশ গড়ি।

জ্ঞান বিজ্ঞানের যতকিছু আমরা করবো জয়
কর্মের আলো ছড়িয়ে দেবো বিশ্বভুবন ময়।

লেখাপড়া শিখে মোরা অনেক বড় হবো
পাশাপাশি এই প্রতিজ্ঞা ভালো মানুষ হবো।

 

ভিটামিন এ এর উৎস ও প্রতিকার

আম কাঁঠাল পেঁপে খাও যদি সবে
লালশাক পুঁইশাক পালংশাকে পাবে।

মিষ্টি কুমড়া বীট আর টমেটো গাজর
এইসব ফলমূলে পাবে খুব প্রচুর।

সবুজ পাতা কচি ডগা হলুদ রঙা লালে
ভুরিভুরি পাওয়া যায় বড়মাছের তেলে।

মলা মাছ ঢেলা মাছ আর ছোট মাছ যত
খাইলে পরে এসব কিছু স্বাস্থ্য সবল তত।

স্বাভাবিক দেহের গঠন রাতকানা রোগ
নিয়মিত খেলে তা পাবে সুফল ভোগ।

শরীর যদি সুস্থ সবল ভালো রাখতে চাও
বেশি বেশি এ ভিটামিন খাবার তবে খাও।

Side banner