Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাজধানীতে লেখক-পাঠক সম্মিলন উদযাপিত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৫, ০৬:৩৫ পিএম রাজধানীতে লেখক-পাঠক সম্মিলন উদযাপিত

রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড মিনার মসজিদ পার্কে জাতীয় পাঠক পরিষদ-এর আয়োজনে লেখক-পাঠক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল নয়টায় এ সম্মিলন অনুষ্ঠিত হয়। 
কবি ও সাংবাদিক সালাম সালেহ উদদীনের পরিচালনায় এবং জাতীয় লেখক পরিষদ-এর সাধারণ সম্পাদক কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে আলোচনা সভা, বই উপহার, কবিতা আবৃত্তি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাবেক নির্বাচিত সিনেট মেম্বার আলী আক্কাস নাদিম। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পাঠক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুল মোরশেদ ও সদস্য সচিব এডভোকেট মনির হোসেন, কবি জহীর হায়দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওমর শরীফ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, এডভোকেট শোয়েব মোহাম্মদ খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আজিমুল ইসলাম। 
এ অনুষ্ঠানে পাঠকরা বই উপহার পেয়ে অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত। স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন বয়সের পাঠক উপস্থিত ছিলেন। কবি ও  কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দিন উপস্থিত থাকতে না পারলেও নিজের লেখা বই পাঠিয়েছেন পাঠককে উপহার দেওয়ার জন্য। এ অনুষ্ঠান প্রতি শনিবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত চলমান থাকবে উল্লিখিত স্থানে। 
পাঠক বৃদ্ধি করাই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।

Side banner