Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চোখ


দৈনিক পরিবার | অপর্ণা দাস এপ্রিল ১৩, ২০২৫, ০৭:০৮ পিএম চোখ

কখনো অনবরত
অবলীলায় মগ্নতা পূর্ণ
তোমার দুটি চোখ
অনেকটা নেশায় ভরা
পাওয়ার জন্য নয়,
একটু দেখার আকুলতায়
ব্যকুল আমার দিকে,
তোমার দুটি চোখ।
কন্ঠের সুরে, অতি মধুরতা,
শুনে যাই কেবলই বারংবার
তবু তাঁকিয়ে আমার দিকেই
তোমার দুটি চোখ।
এবার আমি পাল্টে গেলাম
কিছুটা সুখ আমিও নিলাম,
তাই তাঁকিয়ে তোমার দিকে
আমার দুটি চোখ।
চোখে চোখে চোখের মিলন
খুব প্রশান্তি, খুব ভাললাগা,
শুধুই দুটি চোখ। 
তোমার দুটি চোখ
আর আমারও দুটি চোখ।

Side banner