কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার বিতরণী ২০২৪ নিয়ে সংবাদ সম্মেলন করেছে কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিনঠু হক।
আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পত্রিকাটির সম্পাদক মিন্টু হক জানান, ২০২৪ সালের ৯ ক্যাটাগরিতে একুশ জনকে কবিতা, কথা-সাহিত্য, গবেষনা ও সৃজনশীল সাহিত্য রচনাসহ বিভিন্ন বিষয়ের পুরস্কার দেওয়া হবে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী সরকারি এম এ খালেক ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক প্রবীর চক্রবর্তী, এছাড়া আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডীন আইন অনুষদ ড. রাজিউর রহমান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ড. আবু সালেহ, সাবেক সিভিল সার্জন ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, পিঙ্গোলিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক সুলতানুল আলম খান, শিক্ষক কাশিয়ানী মডেল সরকারী প্রথমিক বিদ্যালয় কবি সপ্না ভট্টাচার্য সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :