পল্লীকবি জসীম উদদীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম আধুনিক কবি। তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষের আঞ্চলিক ভাষার শব্দ তাঁর কবিতায় আলোকপাত করে নগর সভায় উপস্থাপন করেছেন কৃতিত্বের সাথে।
কবি জসীম উদদীনের উল্লেখযোগ্য গ্রন্থ,রাখালি, নক্সী কাঁথার মাঠ,সোজন বাদিয়ার ঘাট, রঙিলা নায়েব মাঝি, বোবা কাহিনী, বাঙালির হাসির গল্প। তাঁর নক্সী কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি বিশ্বের ৩৩টি ভাষায় অনূদিত হয়েছে। শুধু তাই নয়, তিনি যখন বিএ ক্লাসের ছাত্র তখনই তাঁর রচিত কবর কবিতাটি নবম শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল।
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বূলখানা গ্রামে তাঁর নানার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৪ মার্চ। আজ সকাল দশটায় রাজধানীর কমলাপুর তাঁর বাড়িতে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত এবং আয়োজক কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে পল্লীকবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করবেন দেশের নবীন- প্রবীণ কবি-সাহিত্যিকসহ শিক্ষাবিদগণ।
বার্তা প্রেরক
শাহজাহান আবদালী
প্রতিষ্ঠাতা ও পরিচালক
বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকা।
মোবাইল: ০১৭৩৬৭১২৩৭৮
আপনার মতামত লিখুন :