Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১
গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে

কবি সরোজ দেব শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | শাহিন নুরী মার্চ ২, ২০২৫, ০৭:৪৮ পিএম কবি সরোজ দেব শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত

লিটল ম্যাগ আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কবি সরোজ দেবের প্রয়াণে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি রোববার স্মরণে সরোজ দেব শীর্ষক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
কবি সরোজ দেব গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা শহরের নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কালচারাল অফিসার মোঃ আসাদুজ্জামান সরকার আসাদের সভাপতিত্বে পরিবারের পক্ষে সূচনা বক্তব্য দেন কবি সরোজ দেবের কনিষ্ঠ কন্যা পম্পি সরকার।
সরোজ দেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, প্রয়াত কবির ঘনিষ্ঠজন সংস্কৃতিকর্মী প্রমতোষ সাহা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কবি অমিতাভ দাশ হিমুন, কবি ও আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু, কবি ও আবৃত্তিকার গৌতমাশিষ গুহ সরকার, কবি মমতাজ বেগম রেখা, নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সংস্কৃতিকর্মী সাখাওয়াত হোসেন বিপস্নব, নাট্যকর্মী শাহ আলম বাবলু ও আলাল আহমেদ,  কবি পিটু রশিদ, সাংবাদিক নারী নেত্রী রিকতু প্রসাদ, সাংবাদিক ময়নুল ইসলাম, গল্পকার কঙ্কন সরকার, কবি সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আকতার।
বক্তারা বলেন, গাইবান্ধার মত মফস্বল শহরে বাস করেও কবি সরোজ দেব সারাদেশে কবি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৫৬ বছর ধরে তাঁর সম্পাদিত লিটল ম্যাগ ‘শব্দ’ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যা তাকে জাতীয় ব্যক্তিত্বে পরিণত করেছিলো। বক্তারা তাঁর নামে একটি প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান।

Side banner