বরেণ্য সাহিত্যিক, গবেষক ও বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারে ভূষিত ঝিকরগাছার কৃতি সন্তান হোসেন উদ্দীন হোসেন এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ।
ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে লেখকের নিজ বাসভবনে ঝিকরগাছা সুধী সমাজ ও লেখকের পরিবার আয়োজিত স্মরণসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কথা সাহিত্যিক অধ্যক্ষ পাভেল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ও কথা সাহিত্যিক সফিয়ার রহমান।
স্মরণ সভায় মুল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান। এসময় তিনি হোসেন উদ্দীন হোসেন এর বর্ণীল জীবনের স্মৃতি চারণ করে তার সৃষ্টি সাহিত্যকে বাংলা সাহিত্যের আলোকবর্তিকা হিসেবে যুগযুগ বেঁচে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কবি টিপু সুলতান সম্পাদিত শিল্প সাহিত্যের ছোট কাগজ নবদীপ হোসেন উদ্দীন হোসেন সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়।
স্মরণ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি মুহাম্মদ শফি, সাতক্ষীরা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কবি ও গবেষক ড. মহিউদ্দিন মোহাম্মদ, সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক শিক্ষাবিদ অনিল বিশ্বাস প্রমুখ।
সারাদেশ থেকে আগত প্রায় শতাধিক কবি সাহিত্যিক এবং আমন্ত্রিত অতিথিরা সারাদিন ব্যাপী এই আয়োজনে আলোচনা, প্রবন্ধ পাঠ, কবিতা পাঠ ও হোসেন উদ্দীন হোসেন এর স্মৃতিচারণ করেন।
সঞ্চালনায় ছিলেন, ইমদাদুল হক ইমদাদ, সোনিয়া আক্তার ও জারিয়াত নেহা।
উল্লেখ্য ১৯৪১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা হোসেন উদ্দীন হোসেন এর জীবদ্দশায় ৭টি উপন্যাস, ২টি গল্প গ্রন্থ, ২টি কবিতার বই, ১২টি প্রবন্ধ, ৩টি সম্পাদনা সঙ্কলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি আত্মকথা 'রণক্ষেত্রে সারাবেলা' প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য ২০০৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ১০০স্বর্ণপদক এবং ২০২১ সালে প্রবন্ধ/গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ আরও অনেক সন্মাননা স্মারক লাভ করেছেন।
২০ মে ২০২৪ তারিখে ৮৩ বছর বয়সে এই বরেণ্য ব্যক্তি মৃত্যু বরণ করেন।
আপনার মতামত লিখুন :