Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ঝিকরগাছার ইউএনও ভুপালী সরকারকে ৩টি বই উপহার


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:২৬ পিএম ঝিকরগাছার ইউএনও ভুপালী সরকারকে ৩টি বই উপহার

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারকে বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি ও গীতিকার মোঃ সাইফুল আজম খান রচিত ‘চৈতে বেগুন জাতে উঠেছে, চলো যাই অমৃতের সন্ধানে ও নীল আগুনে কালো ধোঁয়া’ সদ্য প্রকাশিত ৩টি বই উপহার দেয়া হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার উপজেলার ২নং মাগুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে গেলে একই ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি ও গীতিকার মোঃ সাইফুল আজম খানের নিজ রচিত উক্ত বই তিনটি উপহার দেন।
এবারের একুশের গ্রন্থ মেলার ৪১২ নম্বর স্টলে বই ৩টি পাওয়া যাবে বলে জানা গেছে।

Side banner