আলোকসজ্জা কলহ রঙিনত্ত্বের নগরী হতে
দূরত্ব আমার অগণিত মাইলের বেশি,
আমি আটক আছি অন্ধ অক্সিজেনহীন
অদৃশ্য কারাগারে,
নিঃস্ব আমি, পেরেশান আমি, বোবা সর্বদোষী।
হাজারো প্রশ্নে বোবা আমি উত্তর নেই জানা
সহস্র কষ্টে হাসিমাখা মুখ,আয়নাই আমি অচেনা
লাল পুষ্পের সজিবতা রক্ষায়,
অভিমান অভিযোগ তুলেছি নির্দয় চিতায়।
হেসেছে লাল পুষ্প আর পিপাসু অগ্নি,
আমার বিসর্জন,তাহাদের মুছে গেল হতাশার গ্লানি।
হাসিলো চারপাশ ভুলে গেল সব
গান বাধিল নতুন সুরে,
ছায়া যেন সে কাছে থেকেও হারায় বারেবারে।
লেনাদেনা আদালতে তাহার মামলায়
আমার শোচনীয় পরাজয়,
হিসাব চুকিয়ে পাওনা ভুলে সার্থক হয়ে
হাসিমাখা মুখে ভালো থাকার অভিনয়।
আয়নায় দেখি ফুটে ওঠে আমার
নিশ্বতার নির্দয় চিহ্ন
অদৃশ্য তাহা চারিপাশে শুধুই রঙিনত্ত্বের জীর্ণ,
আমার অন্ধ কটরে পোচনকৃত হৃদয়ে প্রকট দুর্গন্ধ,
তাহার মস্তিষ্কে খেলা করে ভাবনারা
আমি অন্য মানুষ অন্য।
আপনার মতামত লিখুন :