নীলফামারীর জেলার সৈয়দপুর শহরের নিয়ামতপুরের লাইলী আকতার। বিয়ের পরে সংসার জীবনে আর্থিক সংকটে থাকার কারণে নেমে আসে অভাব। সংসার বাঁচাতে সেলাই এর কাজ শুরু করেন নিজ বাড়ীতেই। হঠাৎ করে সৈয়দপুর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরে খোঁজ পান। তিনি সেখান থেকে ঋণ গ্রহণ করে প্রথমেই একটি সেলাই মেশিন ও কিছু কাপড় ক্রয় করেন। বিভিন্ন রকমের হস্তশিল্পের পণ্য তৈরী করা শুরু করেন। সেগুলো স্থানীয় ফ্যাশন হাউসগুলোতে সরবরাহ করেন। এভাবেই শুরু হয় তার ব্যবসা জীবন। তারপর পণ্যের চাহিদা বাড়তে থাকে উচ্চগতিতে। চলমান থাকে তার বাণিজ্যিক কার্যক্রম। নিজ বাড়ীতে মেহেদী হস্তশিল্প নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার তৈরীকৃত পণ্যগুলো সৈয়দপুর শহর ছাড়াও বাইরের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। সমাজের বেকার অবহেলিত নারীদের কর্মসংস্থানও তৈরী করেন তিনি। বর্তমানে প্রায় শতাধিক নারী তার প্রতিষ্ঠানে কাজ করছেন।
বাজারের সাধারণ পোশাকটি আজ তার কল্পনার বাহারী বুনন আরমারী নকশার ছোঁয়ায় আভিজাত্যের প্রতীকে পরিণত হয়েছে।
লাইলী আকতার এর সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার লেখাপড়ার খরচ তিনি এই কাজ করেই বহন করছেন।
আপনার মতামত লিখুন :