Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বৈশাখী সাজ পোশাকে থাকুক আরাম ও আভিজাত্যের ছোঁয়া


দৈনিক পরিবার | জীবনযাপন ডেস্ক এপ্রিল ১৪, ২০২৫, ০৬:৪২ পিএম বৈশাখী সাজ পোশাকে থাকুক আরাম ও আভিজাত্যের ছোঁয়া

বৈশাখ এলেই ঘরে বাইরে উৎসবের আমেজ। বাংলা নববর্ষের প্রথম দিনে সাজের পরিকল্পনায় থাকে নানা ভাবনা কী পরব, কোনটা আরামদায়ক, আবার কোনটা ট্রেন্ডি! গরমে হাঁসফাঁস না করে বরং এবার বেছে নিন এমন কিছু, যাতে মেলে স্টাইলের সঙ্গে আরামের নিখুঁত ছন্দ।
পোশাকে প্রশান্তির পরশ
এই মৌসুমে সবার আগে ভাবতে হবে আরাম নিয়ে।
সুতি শাড়ি, ঢিলেঢালা কুর্তি, কিংবা হালকা জামদানি সবই মানানসই।
রঙে রাখুন শুভ্রতা সাদা, অফ-হোয়াইট, প্যাস্টেল কিংবা হালকা লাল।
উৎসবের ছোঁয়া আনতে চাইলে একপাশে কাঁথার কাজ বা ব্লক প্রিন্টের ছায়া দারুণ মানায়।
টিপস: শাড়ির সঙ্গে কটন ব্লাউজের বদলে এক্সপেরিমেন্ট করুন ছোট কুর্তি বা লম্বা স্লিভলেস কামিজের সঙ্গে।
গয়নায় ঐতিহ্য, গ্ল্যামারে আধুনিকতা
বৈশাখ মানেই বাঙালিয়ানা, আর গয়নায় তার রেশ থাকবেই।
পলকি দুল, টিকলি, মাটির গয়না বা রুপার অলঙ্কার দিন আপনার সাজে ভিন্নতা।
যারা একটু জমকালো সাজ পছন্দ করেন, তারা অক্সিডাইজড সিলভার বা গোল্ড প্লেটেড স্টেটমেন্ট পিস বেছে নিতে পারেন।
টিপস: একটা বড় দুলই হতে পারে পুরো সাজের স্টার।
মেকআপে থাকুক প্রাকৃতিক উজ্জ্বলতা
ভারি মেকআপ নয়, বরং থাকুক ন্যাচারাল লুক।
লাইট ফাউন্ডেশন বা বিবি ক্রিম
হালকা গোলাপি ব্লাশ
টিন্টেড লিপ বাম বা পিচ শেড লিপস্টিক
এক চিলতে কাজল—এই তো সাজ সম্পূর্ণ।
টিপস: খোঁপায় গুঁজে নিন রজনীগন্ধা বা গোলাপ, সাজে যোগ হোক প্রাণ।
পায়ে আরাম, চলনে স্টাইল
সাজ যত সুন্দর হোক না কেন, অস্বস্তিকর পাদুকা হলে গোটা দিনটাই মাটি।
বেছে নিন হ্যান্ডক্র্যাফটেড জুতা, কোলাপুরি, বা খুন্তি স্যান্ডেল।
একটু ট্র্যাডিশনাল কাজের স্যান্ডেলেও ফুটে উঠতে পারে আপনার ব্যক্তিত্ব।
অনুষঙ্গে থাকুক স্টাইল স্টেটমেন্ট
সাজের শেষ ছোঁয়া আনবে কিছু স্মার্ট অনুষঙ্গ।
কাঁথার কাজের স্লিং ব্যাগ বা জুট ব্যাগ
বড় সানগ্লাস
হালকা ফ্লোরাল পারফিউম সব মিলিয়ে পুরো লুকেই আসবে প্রিমিয়াম ফিনিশিং।
বৈশাখে সাজ হোক এমন যাতে প্রতিটি মুহূর্তে আপনি থাকেন স্বস্তিতে, আর চারপাশ দেখে বলে ওঠে কি ক্লাসি! এবারের বৈশাখ হোক আরাম, রুচি আর আভিজাত্যে অনন্য।

Side banner