Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গরমে মুখ পরিষ্কার করবেন যেভাবে


দৈনিক পরিবার | জীবনযাপন ডেস্ক মার্চ ৩১, ২০২৫, ০৮:৪০ পিএম গরমে মুখ পরিষ্কার করবেন যেভাবে

বাজারে নানা ধরনের মেকআপ রিমুভার রয়েছে। মেকআপ পরিষ্কার করতে অনেকেই এসব রিমুভার ব্যবহার করেন। অনেকের হয়তো জানা নেই, মেকআপ রিমুভার শুধু মেকআপ পরিষ্কার করে, ত্বকের খেয়াল রাখে না। এ কারণে ঘরে থাকা সাধারণ উপাদান দিয়েই মেকআপ ও মুখ পরিষ্কার করুন।
দুধ : দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড রয়েছে, ত্বকের রন্ধ্রে প্রবেশ করে মেকআপ, ময়লা, ব্যাকটেরিয়া, মৃত কোষ, ব্ল্যাকহেডস সব পরিষ্কার করে দেয়। এমনকী দুধ ত্বকে পুষ্টি জোগায়, ত্বককে টানটান এবং কোমল রাখে। কাঁচা দুধ মুখে মেখে নিন কিংবা দুধে তুলো ডুবিয়ে মুখে বুলিয়ে নিন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
নারকেল তেল : নারকেল তেল মেকআপ রিমুভার হিসেবে দারুণ কার্যকর। ওয়াটার মেকআপ এক নিমেষে তুলে দেয়। কয়েক ফোঁটা তেল নিয়ে মুখে হাল্কা হাতে মালিশ করলেই সব মেকআপ উঠে যাবে। এর পর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। ত্বক পরিষ্কার ও সুন্দর রাখতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। 
শসার রস : গরমে মুখ থেকে মেকআপ তুলতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে শসার রস ব্যবহার করুন। সেনসিটিভ ত্বকের জন্য আদর্শ এই প্রাকৃতিক মেকআপ রিমুভার। মুখে শসার রস মেখে মিনিট পনেরো বসে থাকুন। এর পর হালকা হাতে মালিশ করে মুখ ধুয়ে ফেলুন। শসার রস মেকআপ তোলার পাশাপাশি ত্বকে কুলিং এফেক্ট এনে দেবে। গরমকালে ত্বক পরিষ্কারের জন্য এই রস খুবই উপকারী।

Side banner