চোখের নিচে কালো দাগ পড়ার কারণ শুধুমাত্র দুশ্চিন্তা বা অবসাদ নয়, বরং আপনার প্রতিদিন কাজল ব্যবহারের কারণেও এটি হতে পারে। অনেকে মনে করেন, চোখের নিচের কালো দাগ মানসিক চাপের ফল। তবে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সমস্যার মূল কারণ হতে পারে কাজল পরার অভ্যাস। মেকআপ প্রসাধনী সাধারণত ক্ষতিকর নয়, যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। চোখের চারপাশ পরিষ্কার না করে কাজল ব্যবহার করলে বা ঠিকমতো কাজল তুলতে না পারলে চোখের নিচে কালচে দাগ পড়তে পারে।
অপরিষ্কার কাজল জমে থাকা
প্রতিদিন কাজল না তুলেই ঘুমিয়ে পড়লে বা ভালোভাবে না ধুলে পরের দিন অবশিষ্ট কাজলের উপরেই নতুন করে কাজল লাগালে তা ঘামের সংস্পর্শে এসে গলে যায়। এতে কনসিলার, ফাউন্ডেশন বা পাউডারের সঙ্গে মিশে গিয়ে চোখের নিচে কালচে ছোপ তৈরি করতে পারে।
চোখ চুলকানোর অভ্যাস
অনেকে চোখে কাজল লাগানোর পর হাত দিয়ে বারবার ঘষতে থাকেন, যা কাজল ছড়িয়ে চোখের নিচে কালো দাগ ফেলতে পারে। এমনকি, কাজল তোলার সময়ও যদি মেকআপ রিমুভার ব্যবহার না করে শুধুমাত্র পানি দিয়ে চোখ ঘষা হয়, তাহলে কালচে দাগ পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
এ ছাড়া চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ‘পেরি-অরবিটাল একজিমা’ বা ‘ডার্মাটাইটিস’-এর মতো ত্বকের সমস্যা থাকলে চোখের চারপাশে কালচে ছোপ পড়তে পারে।
চোখের সৌন্দর্য ধরে রাখতে শুধু মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া নয়, কাজল ব্যবহারের সঠিক পদ্ধতিও আয়ত্ত করা জরুরি।
আপনার মতামত লিখুন :