Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১

কাউনিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত


দৈনিক পরিবার | কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানুয়ারি ২০, ২০২৫, ১০:১৯ পিএম কাউনিয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

পুলিশিং কার্যক্রম জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে রংপুরের কাউনিয়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকালে কাউনিয়া মহিলা কলেজ হল রুমে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন (ক্রাইম এন্ড অপস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি সার্কেল আসিফা আফরোজ আদুরী। 
এসময় উপস্থিত ছিলেন, কাউনিয়া রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার ওসি তদন্ত মোস্তফা কামাল, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমির আব্দুস সালাম সরকার, সেক্রেটারি এ্যাড ফজলুল হক, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক মমিন, এস আই ডন, কাউনিয়া মটর শ্রমিক ইউনিয়নের কাউনিয়া শাখার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক শাহিন প্রমূখ। 
এসময় কাউনিয়া থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।

Side banner