আতাউর রহমান বিপুল হত্যা মামলার তিন আসামীকে জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশ ও জামালপুর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ সোমবার দুপুরে গাজীপুরের চক্রবর্তী ট্যাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড এলাকার তানজিল ইসলাম (২৬), তাসলিমুল ইসলাম (২২) ও সরিষাবাটি উপজেলার চর পোগলদিঘা এলাকার বিন্দু তালুকদার (২৪)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে আতাউর রহমান বিপুলকে (৫০) গত শুক্রবার বেলা ১১ টায় তার চাচাতো ভাই আপেল (৪৮) দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই আলামিন মিয়া বাদী হয়ে আপেল মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা প্রধান আসামি সহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :