ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুলবাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যাক্তি পৌর শহরের রংপুরিয়া মার্কেটের মৃত নাজির হোসেনের ছেলে। পরে মাদক কারবারিকে ইউএনও রকিবুল হাসানের কাছে সোর্পদ করা হয়।
ইউএনও ভ্রাম্যমাণ আদালতের ম্যধমে তাকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌর শহরের রংপুরিয়া মার্কেট এলাকায় তার নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে জেলা জেল হাজতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :