ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার মামলায় ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে শাহবাগ থানা পুলিশ।
আদালতে দায়িত্বপ্রাপ্ত শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই মো. জিন্নাহ বৃহস্পতিবার বলেন, গত ১ জানুয়ারি এই প্রতিবেদন জমা পড়ে। প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি আসাদুজ্জামান।
অভিযুক্ত শিক্ষার্থীর তালিকায় রয়েছেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন ও ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ।
ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, শাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহহিল ক্বাফি।
আসামিদের মধ্যে প্রথম ছয়জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে গত ১৮ সেপ্টেম্বর রাতে ৩২ বছর বয়সী তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তোফাজ্জলকে মারধরের আগে তাকে ভাত খাওয়ানো হয়, তখন তার কাছে জানতে চাওয়া হয়, ভাত খেতে তার কেমন লাগছে।
স্বজনদের অভিযোগ, ভাত খাওয়ানোর পর তাকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়।
ঘটনার পর তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া সংবাদমাধ্যমে বলেন, তার ভাইকে মারধর করা হচ্ছে জানতে পেরে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্রের নম্বরে ফোন দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। সে যে মানসিক ভারসাম্যহীন, তা তাদের বলেছিলেন তানিয়া। তবে হামলাকারীরা তা শোনেননি।
তানিয়ার অভিযোগ, এরপর তাকে আরও বেশি করে মারধর করা হয়।
আপনার মতামত লিখুন :