Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

নীলফামারী জেলা কারাগারে চিকিৎসাধীন কারাবন্দি মৃত্যু


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন জানুয়ারি ১৪, ২০২৫, ০১:৪৫ পিএম নীলফামারী জেলা কারাগারে চিকিৎসাধীন কারাবন্দি মৃত্যু

নীলফামারী জেলা কারাগারে কারাবন্দি মমিনুর ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত কারাবন্দি মমিনুর ইসলাম জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার মতিয়ার রহমানের ছেলে। তিনি মারপিট ও ভাঙচুর মামলায় আটক ছিলেন।
নীলফামারী জেলা জেল সুপার রফিকুল ইসলাম বলেন, অ্যাজমা জনিত রোগে গত ৭ জানুয়ারি থেকে মমিনুর রহমান নীলফামারী জেনারেল হাসপাতালে চিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অনবতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Side banner