Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

অবৈধপথে ৪০ হাজার শলাকা সিগারেটসহ আটক ২


দৈনিক পরিবার | তিমির বনিক জানুয়ারি ১২, ২০২৫, ০২:৫৫ পিএম অবৈধপথে ৪০ হাজার শলাকা সিগারেটসহ আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধপথে আসা ২ হাজার প্যাকেট বিদেশী সিগারেটসহ দু'জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করে অবৈধপথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ওআরআইএস ব্র্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত দু'জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner