রাজশাহীর বাগমারায় ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জন এবং পরোয়ানা ভুক্ত এক আসামী সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে ছয়জনকে গ্রেফতার করেছে। তারা হলেন, নরদাশ গ্রামের আরকেএম মোসলেম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল (৪০), যোগিপাড়া ইউনিয়নের দোখলপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪৮), একই ইউনিয়নের ভটখালি গ্রামের সৈয়দ আলী খানের ছেলে মিজানুর রহমান (৩৮), তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার হোসেন পাটোয়ারির ছেলে শাহিন আলম (২৫), একই এলাকার কাউসার আলীর ছেলে আলমগীর হোসেন (২৭), বারুইপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে কাওসার আলী (২২)।
এছাড়াও গ্রেফতারি পরোণাভুক্ত আসামি হামিরকুৎসা গ্রামের সাবের আলীর ছেলে লোকমান আলী (৬২)কে গ্রেফতার করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :