Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে মাদক মামলায় একজন ও ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামি গ্রেফতার


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ জানুয়ারি ৬, ২০২৫, ০২:৩৬ পিএম নবাবগঞ্জে মাদক মামলায় একজন ও ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ১জন ও ওয়ারেন্ট ভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ এর নির্দেশনায় নবাবগঞ্জ থানা পুলিশ রবিবার (৫ জানুয়ারি) গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় উপজেলার বড় তেতুলিয়ার মোঃ দেলোয়ার হোসেন ও খালদহ গ্রামের ফুলবাবু ও কাচদহ তেলিপাড়া মোছাঃ শেফালী বেগম ও উত্তর মুরাদপুর গ্রামের মোঃ শরিফুল ইসলাম ও তর্পনঘাটের মোছাঃ মনোয়ারা বেগম সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ  জানান, আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner