Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার


দৈনিক পরিবার | মো. ইপাজ খাঁ জানুয়ারি ৫, ২০২৫, ০২:১১ পিএম মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে গ্রেফতারি পরোয়ানা তামিল উদ্ধার চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও বিভিন্ন অপরাধের জড়িত থাকার অপরাধে ৪ জানুয়ারি রাত আনুমানিক ৩.৩০ মিনিটে ৩ আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
জানা যায়, মাধবপুর থানাধীন ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের করড়া পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় এস আই নাজমুল হাসান, এস আই মোঃ শাহানুর ইসলাম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ২টি ধারালো চাকু ও ১টি লোহার রডস সহ তাদের গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতির মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ব্যাঙ্গা ডোবা গ্রামের এমরান মিয়ার পুত্র মো. পারভেজ (২৩), পূর্ববেঙ্গা ডুবা গ্রামের মো. সামসুল হকের ছেলে মো. রবিউল আউয়াল রুবেল (৩৮) এবং অপর আসামি মাদারগরা গ্রামের মো. ইউসুফ আলীর পুত্র মো. পারভেজ মিয়া। এরা সবাই মাধবপুর উপজেলার স্থায়ী বাসিন্দা। 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধৃত আসামিরা অত্র থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রি কালে চুরি, ডাকাতি, ছিনতাই করে মর্মে তারা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলার রজু করা হয়েছে।

Side banner