Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি জানুয়ারি ৪, ২০২৫, ০৮:১০ পিএম নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ফেনসিডিল। 
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো সে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে রেখেছিল। এ ঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।
পুলিশ জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা ফেনসিডিল তার হেফাজতে বিক্রির উদ্দেশে মজুদ ছিল।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই ঘটনাস্থলে ওৎ পেতে ছিল। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
তিনি আরও বলেন, মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা দ্রুত মাদক কারবারিদের দমন করতে পারব।

Side banner