Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ৩, ২০২৫, ০৫:০৭ পিএম জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী নারী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে তার স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে  নির্যাতন করে আসছিলো উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করা হয় তাহমিনা জান্নাতকে।
 এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয় বলেও জানান তিনি।

Side banner