জামালপুর পৌরসভার সরদার পাড়া রোডে অবস্থিত এম এ রশীদ হসপিটালে হামলার আসামীদের ২৪ দিনের মাথায় গ্রেফতার করা হলো।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা বারোটায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে আসামী গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, গত ২৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে বারোটায় এম এ রশিদ হাসপাতালের সামনের রাস্তা পারাপার নিয়ে এম শুভ পাঠান (৩২) গং, পিতা মৃত: ওবায়দুল হাসান টিপু পাঠান এর সাথে হাসপাতাল কর্তৃপক্ষ মোঃ শিববীর আহাম্মদ, পিতা: মোঃ সিরাজুল ইসলাম তর্কাতর্কির এক পর্যায়ে শুভ পাঠান গংরা এম এ রশীদ হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হাসপাতালে উপস্থিত কর্মরত ৪জন কর্মকর্তা ও কর্মচারীকে মারধর করে আহত করে।
এঘটনায় মোঃ শিববীর আহাম্মদ বাদী হয়ে গত ৩০ নভেম্বর জামালপুর থানায় ভিন্ন ভিন্ন ধারায় পৃথক ভাবে দুইটি মামলা নং৪৮ ১৪৩/১৪৮/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬(২) ধারায় মামলা নং ৪৯ ১৪৩/১৪৮/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৪২৭/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। এরপর থেকেই তাদের গ্রেফতারের চেষ্টা চলছিলো।
গত ২২ ডিসেম্বর গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাত আনুমানিক দেড়টায় বাড়ি নং ২৩/বি,রোড নং ১১৩, গুলশান-২ এ শোস স্টেকহাউজ রেষ্টুরেন্টের তৃতীয় তলার ৩০১ ও ৩০৪ নং কক্ষ থেকে মামলা দুটির এজাহার নামীয় আসামীদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১) এম শুভ পাঠান(৩২),পিতা মৃত :ওবায়দুল হাসান টিপু পাঠান, সাং- ষ্টেশন রোড, জামালপুর, ২) মোঃ রিপন হোসেন হৃদয় (২৫), পিতা -আবুল হোসেন, সাং-বসাক পাড়া, জামালপুর, ৩) মাসুম মিয়া (৩৩), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, সাং- চালাপাড়া, জামালপুর ৪) রাজু (২৫), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন, সাং- চালাপাড়া, জামালপুর এবং তদন্তে সন্দেহভাজন আসামী মোঃ ঝুটন মিয়া(৩৩), পিতা-মোঃ নাসির, সাং- ছনকান্দা, জামালপুর।
অভিযানকালে জনৈক স্বাগত নামক ব্যক্তির চেহারা এম শুভ পাঠানের সাথে মিল থাকায় তাকেই গ্রেফতারের চেষ্টা করা হলে সামান্য ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়ার পর তা মিমাংসা হয়ে যায়।
আপনার মতামত লিখুন :