পঞ্চগড়ের দেবীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে ৮৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মোমিনুল সরকার (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি দল দেবীগঞ্জ-কালীগঞ্জগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোমিনুল উপজেলার প্রধানাবাদ ঢাকাইয়াপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মো. ইয়াদ আলী সরকার।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমিনুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহ করতেন।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :