Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঘোড়াঘাটে অর্ধ কোটি টাকার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২


দৈনিক পরিবার | সেলিম রেজা ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:০৯ পিএম ঘোড়াঘাটে অর্ধ কোটি টাকার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যের নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।  
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঘোড়াঘাট থানা পুলিশ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ সম্মানিত পুলিশ সুপার জনাব নাজমুল হাসান, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সরাসরি নির্দেশনায় ও সহকারি পুলিশ সুপার ঘোড়াঘাট- হাকিমপুর সার্কেল জনাব আ.ন.ম. নিয়ামত উল্লাহ এর তত্তাবধানে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) রুহুল আমিন, এএসআই (নিঃ) আনোয়ার হোসেন, সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম ঘোড়াঘাট থানার কামদিয়া রোডে চেকপোষ্ট পরিচালনা করে ২২ হাজার পিচ ট্যাপেন্টাডল এবং এই মাদক বিক্রীর সহিত জড়িত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, সব অপরাধের মূল হেতু হলো মাদক। এই মাদকের জন্যই সমাজে প্রতিনিয়ত চুরি, ছিনতাই, ডাকাতি ও খুন-খারাবির মতো ঘটনা ঘটে থাকে। ঘোড়াঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)। 
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner