জামালপুরের সরিষাবাড়ী থানা চত্বরে শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মন্দির নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী থানা পুলিশের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
এতে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত প্রসাদ সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশচন্দ্র সূত্রধর, আরামন গর কৃষ্ণ ও কালী মন্দিরের সভাপতি মহাদেব সাহা, চাপারকোনা গোপাল বিদ্রোহ মন্দিরের সভাপতি প্রবীর কুমার পাল, সিমলা বাজারের জগন্নাথ দেব মন্দিরের আইন বিষয়ক সম্পাদক শিবলু কুমার ঘোষ, মাইজবাড়ি স্মৃতি কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক সুমন আহমেদ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, মন্দিরের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :