শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় সারাদেশের ন্যায় পোরশা উপজেলার গাংগুরিয়া বাজারে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা থানা ইনচার্জ মো. শাহিন রেজা।
তিনি তার বক্তব্যে বলেন, এলাকার মধ্যে চুরি ডাকাতি নেশা এবং নেশাজাত দ্রব্য বাজারে বিক্রি হচ্ছে। এতে করে সমাজের তরুণ যুবক নেশা করছে। এভাবে চলতে থাকলে তরুণ সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সকলকে এবং সমাজের বিত্তবানদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নেশা পানকারী ও নেশাজাত দ্রব্য বিক্রি কারীদের ধরিয়ে দিতে হবে। যাতে করে তারা যেন নেশা বিক্রি করতে না পারে এবং তরুণ সমাজ যেন নেশা করতে না পারে।
অনুষ্ঠানের উপস্থিতি সবাই এ বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে থানা ইনচার্জ এর সহযোগিতায় এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটি পুলিশিং কমিটি করে দেওয়া হয়। যাতে করে তারা পুলিশকে সহযোগিতা করতে পারেন।
আপনার মতামত লিখুন :