Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
আইনজীবীদের আন্দোলন ও বিক্ষোভ

ইসকন নেতা চিন্ময়ের জামিন শুনানির তারিখ পরিবর্তন


দৈনিক পরিবার | ইসমাইল ইমন ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:০৮ পিএম ইসকন নেতা চিন্ময়ের জামিন শুনানির তারিখ পরিবর্তন

ইসকন নেতা চিন্ময়ের বিরুদ্ধে জামিন সংক্রান্ত একটি মামলার শুনানি আজ মহানগর দায়রা জজ আদালতে হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে অনুপস্থিত ছিলেন। অপরদিকে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে আইনজীবি ঐক্যজোটের আন্দোলনের প্রেক্ষাপটে আদালত শুনানির নতুন তারিখ ২ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের হয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া শুনানিতে অংশ নেন। আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, জিপি কাশেম চৌধুরী, হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সামশুল ইসলাম, এডভোকেট আব্দুল আজীজসহ আরও অনেকে।
এদিকে শুনানি চলাকালে আন্দোলনরত আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং পরে সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী ঐক্যজোটের সমন্বয়ক অ্যাডভোকেট সামশুল আলম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঐক্যজোটের সেক্রেটারি অ্যাডভোকেট জহুরুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী ঐক্যজোট ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি এসইউএম নুরুল ইসলাম, আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও অতিরিক্ত জিপি কানিজ কাউসার রিমা, জামায়াতে ইসলামী চট্টগ্রাম আদালত শাখার আমীর অ্যাডভোকেট আরিফুর রহমান, এবং আরও অনেকে।
সভায় বক্তারা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন এবং মামলার সুষ্ঠু সমাধানের পাশাপাশি আইনজীবীদের দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানান। তারা আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, চিন্ময়কে প্রিজনভ্যান থেকে মাইকে কথা বলার সুযোগ দেওয়ার ফলে সহিংসতা বেড়ে যায়। তার উস্কানিমূলক বক্তব্যে ইসকনের সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। চিন্ময়ের বিরুদ্ধে এমন গুরুতর অপরাধ থাকা সত্ত্বেও তাকে কারাগারে বিশেষ সুবিধা দেওয়ায় আইনজীবীরা তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, বলেন, পরবর্তী শুনানিতে মামলার সব পক্ষের উপস্থিতি নিশ্চিত করতে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া মামলাটির যথাযথ সমাধানের মাধ্যমে আইনজীবীদের দাবির প্রতি সম্মান জানানো হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এভাবে মামলা, আন্দোলন, এবং আইনজীবীদের দাবি কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি বলে মন্তব্য করেন।

Side banner