Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
চারটি অস্ত্র ও গুলি উদ্ধার

মহেশখালীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পরিবার | রাহুল মহাজন  ডিসেম্বর ১, ২০২৪, ১০:২৮ পিএম মহেশখালীতে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. সাজেদ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ।
পুলিশ জানায়, ১ ডিসেম্বর রাত আড়াইটায় মহেশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানে থ্রি-জি রাইফেল, দু'নলা বন্দুক, এক নলা বন্দুক, একটি এলজি এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি মো. সাজেদ (২৬) বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকার শুক্কুর আলীর ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অস্ত্র বয়বসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 
পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Side banner