Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নরসিংদী কারাগার থেকে পালানো ৪৪৭ বন্দির আত্মসমর্পণ


দৈনিক পরিবার | নরসিংদী প্রতিনিধি জুলাই ২৬, ২০২৪, ০৭:৫০ এএম নরসিংদী কারাগার থেকে পালানো ৪৪৭ বন্দির আত্মসমর্পণ

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ কারাবন্দির মধ্যে ৪৪৭ জন বন্দি নরসিংদী আদালতে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে সর্বমোট ৪৭৭ জন কারাবন্দিকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘২২ জুলাই ৫ জন, ২৩ জুলাই ১২৯জন, ২৪ জুলাই ১৮৩ জন এবং ২৫ জুলাই ১৩০ জন কারাবন্দি আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া ২৩ জুলাই ১৯ জন, ২৪ জুলাই বুধবার ৭ জন এবং ২৫ জুলাই ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এ নিয়ে সর্বমোট ৪৭৭ জন বন্দিকে উদ্ধার করা হয়েছে। যা কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দি আসামিদের ৫৭ দশমিক ৭৪ শতাংশ ইতোমধ্যে হস্তান্তর করা হয়ে গেছে।’
এ দিকে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, ‘কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দিদের মধ্যে এখন পর্যন্ত ৪৪৭ জন আত্মসমর্পণ করেছেন। লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে ৪১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ১৯ জুলাই বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলা কারাগারে দলবেঁধে হামলা হয়। হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়। খুব অল্প সময়ের মধ্যেই কয়েদিরা সেখান থেকে পালিয়ে যায়।

Side banner