Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মেহেরপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম মার্চ ৭, ২০২৪, ০৮:৩৬ পিএম মেহেরপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারের আব্দুল আউয়াল (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান। কয়েদি আব্দুল আউয়াল মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মেহেরপুর কারাগারের জেলার মোঃ আমানুল্লাহ বলেন, আব্দুল আউয়াল মাদক মামলার আসামী ছিলেন। সে গত ১৫ জানুয়ারি জেল হাজতে আসে। আজ ৭ই মার্চ হঠাৎ করে অসুস্থ হলে, তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো. লিওন বলেন, তাকে আমি মৃত অবস্থাতে পেয়েছি। মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে বলা যেতে পারে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, বর্তমানে মরদেহটি ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

Side banner