পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইদিনে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাজাপ্রাপ্ত যুবকের নাম হাসিবুল ইসলাম। তিনি দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।
বুধবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে মুন্সীপাড়ার পাশের একটি ভুট্টা ক্ষেতে মাদক সেবনের সময় তাকে আটক করে পুলিশ। অভিযানটি পরিচালনা করেন দেবীগঞ্জ থানার এসআই শচীন্দ্র নাথ সরকার। পরে রাত ১০টার দিকে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসানের আদালতে হাজির করা হলে তিনি কারাদণ্ডের আদেশ দেন।
এদিকে একইদিন দেবীগঞ্জ থানা পুলিশের অপর এক অভিযানে দন্ডপাল ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকা থেকে আবু সাঈদের ছেলে ইউনুছ আলী (৩৮) এবং হাকিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে রিয়াজ উদ্দিন (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১০ ও ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :