বগুড়ার সোনাতলা থানা পুলিশ সোমবার (২১ এপ্রিল) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বাদি মামলা সহ রাজনৈতিক নাশকতা মামলায় ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন উপজেলার হরিখালী বাজারের মৃত দবির হোসেন মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. মিঠু মন্ডল (৫১), উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মহিচরন গ্রামের আব্দুল আলিম দুলার ছেলে মো. লালন মিয়া (৩৬) ও আওয়ামী লীগ নেতা দিগদাইড় ইউপি সদস্য পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার আকন্দের ছেলে মশিউর রহমান (৩৬)।
পুলিশ জানিয়েছেন, মিঠু মন্ডল সহ আরো বেশ কিছু লোকজন মিলে গত ক’দিন আগে হাঁসরাজ গ্রামের আফসার মন্ডলের ছেলে মিনহাজ মন্ডল সড়ক দুর্ঘটনায় মারা গেলে লাশটি আনতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঈদ পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলায় মিঠু সহ বিগত নাশকতা মামলায় মশিউর ও লালনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বলেন, মিঠুকে পুলিশের কাজে বাধা প্রদান মামলায় এবং অন্যদের রাজনৈতিক নাশকতা মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :