Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ধামইরহাটে চোলাই মদের মূল হোতাসহ গ্রেফতার ৪ 


দৈনিক পরিবার | ছাইদুল ইসলাম এপ্রিল ৭, ২০২৫, ০৯:৩১ পিএম ধামইরহাটে চোলাই মদের মূল হোতাসহ গ্রেফতার ৪ 

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে চোলাই মদ বিক্রির মূল হোতাসহ রাজকুমার মালী (২৫), শহিদ ইসলাম (২৫), আবু হাসান (২০), জয়ন্ত মালী (২০) নামে চার যুবককে ১৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। 
সোমবার (৭ এপ্রিল) দুপুর তিনটার সময় এক বিজ্ঞপ্তিতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুকুন্দপুর এলাকার নীলকমল মালীর ছেলে রাজকুমার মালী, মৃত শহিদুল ইসলামের ছেলে শহিদ ইসলাম, নীলকমল মালীর ছেলে জয়ন্ত মালী এবং জয়পুরহাট সদর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আবু হাসান। এদের মধ্যে রাজকুমার চিহ্নিত চোলাই মদ ব্যবসায়ী চক্রের মূলহোতা। 
র‌্যাব জানায়, গত রোববার রাতে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় উপজেলার মুকুন্দপুর এলাকায় তাঁদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাজকুমার দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে শহিদ, আবু হাসান ও জয়ন্তদের সহযোগিতাই জেলার বিভিন্ন এলাকায় যুবকদের কাছে ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলো।
র‌্যাব আরও জানায়, জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধারকৃত চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এবং পরবর্তীতে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, রেবের হাতে গ্রেফতার ওই যুবকদের মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে সোমবার দুপুরে জেলা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

Side banner