Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মান্দায় গণধর্ষণের মামলায় এসিল্যান্ডের ড্রাইভারসহ আটক ৪


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি মার্চ ৩১, ২০২৫, ০৬:২৪ পিএম মান্দায় গণধর্ষণের মামলায় এসিল্যান্ডের ড্রাইভারসহ আটক ৪

নওগাঁর মান্দায় গণধর্ষণের মামলার অভিযোগে এসিল্যান্ডের ড্রাইভারসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১০ টার সময়  উপজেলার বিজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন মান্দা উপজেলার এসিল্যান্ডের ড্রাইভার নাসির উদ্দীন (৩১) সুইট হোসেন (২৮) রফিকুল ইসলাম (২৯) ও সাধিন হোসেন (৩০) তাদের বাসা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিজয়পুর ও বড়পই গ্রামে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। 
মামলার অভিযোগ  সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে তাদের বহুদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব  চলে আসছিল এই দ্বন্দ্বের জের ধরে আসামীরা এই গনধর্ষনের ঘটনা ঘটায়।  
ভিকটিম ও মামলার বাদী বলেন, ‘রাত তখন সাড়ে ৯ টা। এসময় নাসির উদ্দীন মোবাইলফোনে সেখানে এক ব্যক্তিকে ডেকে নেয়। এরপর সেখানে আরও চার ব্যক্তি উপস্থিত হন। পরে আমাকে ভয়ভীতি দেখিয়ে ও টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে  ৪ জনে পালাক্রমে ধর্ষণ করে। এসময় আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনার অভিযোগে ভিকটিম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তারসহ জেলহাজতে পাঠানো হয়।

Side banner