Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গাইবান্ধায় বিশ্রামাগার উদ্বোধন করেন বিচারপতি শশাঙ্ক শেখর


দৈনিক পরিবার | শাহিন নুরী  মার্চ ২৩, ২০২৫, ০৯:১৪ পিএম গাইবান্ধায় বিশ্রামাগার উদ্বোধন করেন বিচারপতি শশাঙ্ক শেখর

গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন রবিবার (২৩ মার্চ) করা হয়। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায়ে দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায়কুঞ্জ নামে বিচারপ্রার্থী বিশ্রামাগার স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্ণিত প্রকল্পভুক্ত গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার উদ্বোধনের জন্য মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে মনোনীত করেন।
এ উপলক্ষে রবিবার বিশ্রামাগার ন্যায় কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার (সাধারণ ও সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী জজ মো. অলি উল্লাহ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মো. শাফি উল্লাহ, জেলা বার এসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, সদস্য শরিফুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম সরকার বুলু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, গোলাম শহীদ রনজু, সাঈদ আল আসাদ, শাহ আলম প্রমুখ।

Side banner