Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৬, ২০২৫, ০২:১৫ এএম নারায়ণগঞ্জে বলাৎকারের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে বলাৎকারের ঘটনায় মো. সাঈদ (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার সোনারগাঁয়ের চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, বলাৎকারের শিকার ওই যুবক গত ৮ মার্চ বন্দরে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত সাঈদ তাকে বন্দরের নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ওই যুবক ঘটনাটি পরিবারকে জানালে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
র‌্যাব আরও জানায়, আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে আসামি মো. সাঈদকে সোনারগাঁ থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১-এর একটি দল। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Side banner