Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ধর্ষণের আসামির পক্ষে জামিন চাওয়ায় ৩ আইনজীবীকে পিটুনি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১১, ২০২৫, ১২:৫৯ এএম ধর্ষণের আসামির পক্ষে জামিন চাওয়ায় ৩ আইনজীবীকে পিটুনি

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় তিন আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি আইনজীবীদের। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।
সোমবার দুপুরে জামালপুর জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানান। আহতরা হলেন প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, জামালপুর জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল আওয়াল এবং শাহজাহান আলী।
পিপি ফজলুল হক বলেন, সোমবার ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় আসামি সবুজের পক্ষে জিআর আমলি আদালতে জামিন আবেদন করেন আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার। তবে আদালত আসামির জামিন আবেদন না মঞ্জুর করে।
সবুজের পক্ষে জামিন আবেদন করায় আদালতের বাইরে অবস্থান করা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। পরে আদালত চত্বরে ওই তিন আইনজীবীর ওপর চালায় শিক্ষার্থীরা। এ সময় আশপাশের লোকজনের প্রতিরোধের মুখে শিক্ষার্থীরা পিছু হটে। এতে শিক্ষার্থীদের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের বলেন, আদালতে ন্যায়বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। আইনজীবীর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলেছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।
আইনজীবীদের ওপর হামলার অভিযোগ সঠিক নয় দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, বৈষম্যবিরোধী ব্যানারে সেখানে কেউ হামলা করেনি বরং আইনজীবীদের হামলায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন আইনজীবীদের ওপর হামলার ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Side banner